Theri full movie bangla dubbed download – থেরি মুভি বাংলা ডাবিং

Theri full movie bangla dubbed download – থেরি মুভি বাংলা ডাবিং: আজকে আমরা কথা বলবো তামিল সুপারস্টার থালাপতি বিজয় এর 2016 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি থেরি নিয়ে।

থেরি অর্থ স্পার্ক। স্পার্ক বলতে বোঝায় জ্বলজ্বল করা। ৭৫ কোটি টাকা বাজেটের এই মুভির বক্স অফিস কালেকশন ছিল 175 কোটি টাকা। আমরা অনেকেই হয়তো জানি না বিজয়ের পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। “থেরি মুভি বাংলা ডাবিং – Theri full movie bangla dubbed” মুভিটিতে বিজয় ২টি চরিত্রে অভিনয় করেছিলো। আর রিয়েল ফাক্ট এই যে ২টা চরিত্রে তার আসল নাম ব্যবহার করা হয়েছিলো। আর এভেঞ্চুয়ালি ২টা চরিত্র মিলেই ১টা চরিত্র ছিলো। মুভিটি দেখলেই বুঝতে পারবেন। মুভিটির আইএমডিবি রেটিং ৭.৩/১০।

থেরি মুভি বাংলা ডাবিং – Theri full movie bangla dubbed download

মুভির শুরু হয় একটা মিষ্টি বাচ্চাকে দেখিয়ে মেয়েটার নাম নিবি। নিবি তার বাবার সাথে স্কুলে যাওয়ার জন্য বের হয়েছে। কিন্তু তার বাবার বাইকে একটু সমস্যা দেখা দেয়। তার বাবা সেটা ঠিক করছে।

আগে আমরা নিবির বাবার সাথে একটু পরিচিত হয়ে আসি। তার বাবার নাম জোসেফ গোমেজ। তার একটা বেকারি দোকান আছে। সে খুব সাদাসিধে একজন মানুষ। মেয়েকে নিয়ে তার ছোট্ট একটা সংসার।  সারাদিন দোকানের কাজ করার পর বাকি সময়টা তার মেয়েকে দেয়। ঘুম থেকে উঠে স্কুলে পৌঁছানো থেকে শুরু করে ঘুরতে নিয়ে যাওয়া পর্যন্ত সব দায়িত্বই পালন করে।

তো গল্পে ফিরে আসি, তো নিবি দারিয়ে ছিলো, তখন পাশ দিয়ে প্রচন্ড স্পিডে ১টি গাড়ি যাওয়ার সময় রাস্তার পানি নিবির গায়ে ছিটকে পরে। এরপর নিবি আর তার বাবা গারিটাকে ফলো করতে গাড়িটাকে থামিয়ে লোকটাকে বলে নিবিকে সরি বলতে বলে। লোকটি সরি বলে বলে তারপর চলে যায়। এরপর জোসেফ নিবিকে স্কুলে পৌছে দেয়।

পরের সিনে আমরা আনি কে দেখতে পাই যে কিনা নিবির শিক্ষিকা। নিবি কাছে এলে আনি নিবির কাছে জানতে চায় যে আজও কেনো দেরি হলো? নিবি বলে ম্যাম বাইকের সমস্যা। অইটা ঠিক করতেই দেরি হয়ে গেছে।আনি বলে আচ্ছা বাইকে বসা অই লোক তোমার কি হয়? নিবি বলে আমার বাবা। আনি বলে আচ্ছা তোমার বাবা সব সময় এমন গম্ভির হয়ে থাকে কেনো? কোন সমস্যা কি? নিবি বলে লাভ ফেইলার। আনি বলে এখন? নিবি বলে না, ১ বছর আগে। আপনি ওর বন্ধু হতে চান তাইনা? আনি ওর প্রশ্নের উত্তর না দিয়ে নিবিকে ক্লাসের ভিতরে যেতে বলে।

প্রতিদিন স্কুলে আসতে দেরি হওয়ার নিবি তার বাবার উপর রাগ করে আর বলে বেবি তুমি কোন কাজেরই না। প্রতিদিনই আমার আসতে দেরি হয় আর আমি ২টা ক্লাস মিস করি। এইরকম চলতে থাকলে আমাকে আরও ৩ বছর কিন্ডারগার্ডেন এ থাকতে হবে।যারা হেটে আসে তারাও আমার আগে স্কুলে আসে। তাহলে আমার বাইকে এসে কি লাভ? জোসেফ বলে সাবধানে আসতে হয়ে বেবি, তাই একটু দেরি হয়। তাহলে এই কথা আমার টিচার কে গিয়ে বলো। উনি জানতে চেয়েছেন। জোসেফ বলে ছোট বেলা থেকেই আমি টিচারদের খুব ভয়পাই। আমি বলতে পারবো না। নিবি বলে কোন ভয় নেই বেবি, তুমি সুধু কথা বলো। তাহলে সব ঠিক হয়ে যাবে। পরের দিন নিবি ক্লাসে এলে আনি বলে আজকেও লেট? নিবি বলে বেবি ঘুমাচ্ছিলো ম্যাম। আনি বলে প্রতিদিনই তোমার ১টা না ১টা অজুহাত থাকেই। আর কোন কথা নয়, বাইরে চুপচাপ দারিয়ে থাকো। কিন্তু জোসেফ সামনে এলেই আনি নিবি কে ভিতরে ঢুকতে বলে। 

পরের দিন জোসেফের আসতে দেরি হওয়ার নিবি স্কুলের বাইরে বসে ছিলো। জোসেফ এসে নিবিকে সরি বলে আর তার পাসে বসে। আর লক্ষ করে নিবির চোখের চারপাশ লাল হয়ে আছে। জোসেফ নিবির কাছে এর কারন জানতে চাইলে নিবি বলে কিটো ওকে মেরেছে। জোছেফ তখন নিবেকে বলে কিটোকে  মারতে। নিবি কিটো কে মেরে দৌর দেয়।

পরের সিনে দেখা যায় জোসেফ আর নিবি ১টা চার্চের সামনে বসে আছে। আনি ওদের কে এইখানে আসতে বলেছে। আনি এসে জোসেফ কে বলে আপনি কি নিবিকে মারামারি করতে শিখিয়েছেন? আপনি তো শান্তশিষ্ট মানুষ। তাহলে ওকে এইসব কেনো শিখাচ্ছেন?

আনি জোসেফ কে এইসব প্রশ্ন করছিলো, আর ওই সময় কিছু গুন্ডা ঐদিক দিয়ে যাওয়ার সময় আনিকে ধাক্কা দিয়ে চলে যায়। নিবি তাদের কাছে গিয়ে বলে এই ম্যামকে সরি বলো। এই কথা শুনে চেতন নামের ১জন নিবিকে থাপ্পর মারতে গেলে আনি উল্টো চেতনকে থাপ্পার মারে। লোকগুলোর তারা থাকায় ওরা কিছু না বলে ঐখান থেকে চলে যায়। জোসেফ বলে এতখন আমাকে নীতিকথা শুনিয়ে নিজেই মারামারি করলেন? আনি বলে কেউ ভুল করলে টিচার তাকে মারতে পারে।

পরের দিন আনি এসে নিবিকে স্কুলে নিয়ে যায়। তারকিছুখন পরে জোসেফ এর বাড়িতে পুলিশ আসে। তাকে হাসপাতালে যেতে বলে। গুণ্ডাগুলো আনি আর নিবির এক্সিডেন্ট করিয়েছে। এই জন্য আনি গুন্ডাদের উপর কেস করে।  হাসপাতালে গিয়ে জোসেফ নিবি কে সুস্থ দেখতে পায়। জোসেফ কেসটি তুলে নিতে চায়। তাই সে থানায় যায়। থানার এক অফিসার জোসেফ বলে আপনাকে খুব চেনাচেনা লাগছে। জোসেফ বলে এইটা অসম্ভব। জোসেফ যখন কেস তুলে নিয়ে চলে যাচ্ছিলো তখন অফিসার পিছন থেকে বিজয় কুমার বলে ডাক দেয়। 

আমরা ৫ বছর পূর্বে ফিরে যাই। বিজয় কুমার চেন্নাই শহরের একজন পুলিশ অফিসার (ডিসিপি)।  বিজয়ের মা বিজয়ের বিয়ের জন্য মেয়ে দেখতেছে। আর বিজয় রিজেক্ট করে দিচ্ছে সব পাত্রিদের। এমন সময় বিজয়ের পরিচয় হয় মিত্রা নামের এক মেডিকেলের এন্টার্ন ছাত্রীর সাথে। তারপর তাদের মধ্যে প্রেম হয়। দুই পরিবারের স্মমতিতে তাদের বিয়ে হয়। তাদের ১টি ফুটফুটে মেয়ে সন্তান হয়। তার নাম রাখা হয় নিবি। এইভাবেই তাদের জীবন সুখে শান্তিতেই কাটছিলো। এরই মধ্যে বিজয়ের হাতে একটি রেপ কেস আসে। এইকেস টি তার জিবনে বাপক পরিবর্তন নিয়ে আসে। এই কেস এ কি এমন হয়েছিলো যে বিজয় চেন্নাই ছেরে ক্যারালাতে এসে নিজের নাম পরিবর্তন করে বসবাস করতেছে? তার স্ত্রী  মিত্রাই বা কোথায়? বিস্তারিতো জানতে মুভিটি দেখুন।

এইখানে থেরি মুভি বাংলা ডাবিং সম্পূর্ণ মুভিটি দেখুনঃ

Theri full movie bangla dubbed মুভিটি কিভাবে ডাউনলোড করবেন?

  • প্রথমে নিচের দিকে থাকা Generate Download Link বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনার ডাউনলোড লিংকটি জেনারেট প্রক্রিয়া শুরু হবে।
  • ঐখানে দেখানো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন।
  • এরপর Downlaod Now বাটনে ক্লিক করুন।
  • আপনার ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে।


Related Posts

Leave a Comment

Direct link ads