Meyeti Ekhon Kothay Jabe full movie download – মেয়েটি এখন কোথায় যাবে : শাহরিয়াজ ও জলি জুটির প্রথম ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’।ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।
পরিচালক নাদের চৌধুরী বলেন, “ভালো গল্পের একটি ছবি এটি, দর্শক পছন্দ করবে বলে আমি আশা করি। আমাদের জীবন হাজারো ঘটনার সংমিশ্রণ। এই ছবিতে আমি বাংলার কিছু জীবনের গল্প তুলে আনার চেষ্টা করেছি। দর্শক পছন্দ করলেই সব কষ্ট সার্থক হবে।
দর্শক ছবিটি কেন দেখবে—জানতে চাইলে নায়িকা জলি বলেন , “আসলে আমরা সবাই তো কোনো না কোনো গ্রাম থেকেই এসেছি। প্রায় সবারই শিকড় গ্রামে, এখনো আমরা কোনো ছুটি পেলে গ্রামের বাড়িতে চলে যাই। ঈদের মতো ছুটিতে শহরগুলো পাকা হয়ে যায়। এই ছবির মাধ্যমেও দর্শক নিজের গ্রাম থেকে ঘুরে আসতে পারবেন। সেই ধান কাটা, নবান্ন, নদী, সঙ্গে পাবেন গ্রামীণ জীবনের একটি গল্প। যে কারো মনে হবে, নিজের পরিচিত জীবনের গল্প দেখছেন পর্দায়। অনেক দিন পর দর্শক এমন জীবননির্ভর গল্প দেখবেন এবং তা পছন্দ করবেন বলে আমি মনে করি।”
ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। শাহরিয়াজ ও জলি ছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
প্রধান অভিনেতা – অভিনেত্রী:-
- শাহরিয়াজ
- ফাল্গুনী রহমান জলি
- কৃষ্ণকলি
- ফজলুর রহমান বাবু
- মামুনুর রশীদ
- রাইসুল ইসলাম আসাদ
- সাজু খাদেম
- কাজী শিলা
- শামীমা আক্তার বেবী
প্রধান কলাকুশলী:-
এইখানে মেয়েটি এখন কোথায় যাবে (Meyeti Ekhon Kothay Jabe full movie) সম্পূর্ণ মুভিটি দেখুনঃ
মেয়েটি এখন কোথায় যাবে মুভিটি কিভাবে ডাউনলোড করবেন?
- প্রথমে নিচের দিকে থাকা Generate Download Link বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার ডাউনলোড লিংকটি জেনারেট প্রক্রিয়া শুরু হবে।
- ঐখানে দেখানো নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেন।
- এরপর Downlaod Now বাটনে ক্লিক করুন।
- আপনার ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে।