মাত্র ১ মিনিটে নিজেকে আকর্ষণীয় করে তুলুন

নিজেকে আকর্ষণীয় করে তুলতে নানান রকমের রূপচর্চা, মেকআপ, সার্জারি, দামী দামী পোশাক পরে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে অনেকেই। নিজেকে আরো একটু বেশি আকর্ষণীয় করে তোলার আছে খুব সহজ কিছু উপায়। মাত্র এক মিনিটেই নিজেকে আরো একটু বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন। কিভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

– আয়নায় নিজেকে দেখে যদি অনেক বেশি ক্লান্ত দেখায় তাহলে চট জলদি নিজেকে আকর্ষণীয় করে তুলুন গাঢ় রঙ এর লিপিস্টিক লাগিয়ে। কমলা, লাল কিংবা হট পিঙ্ক রঙ এর লিপিস্টিক লাগিয়ে মাত্র এক মিনিটেই আপনি হয়ে উঠতে পারবেন অনেক বেশি আকর্ষণীয়।

– নিজেকে অনেক বেশি এক ঘেয়ে দেখাচ্ছে? চুলের বাঁধন খুলে সিথির পাশ পরিবর্তন করে ফেলুন। নিজেকে অনেক বেশি আকর্ষণীয় দেখাবে মাত্র এক মিনিটেই।

– কারো সামনে নিজেকে আকর্ষণীয় দেখাতে চাইলে শিরদাঁড়া সোজা করে বসুন এবং হাটুন। অনেক বেশি স্মার্ট দেখাবে আপনাকে।

– দুপুর বেলা সবার চেহারাতেই ক্লান্তির ছাপ পরে। এসময়ে নিজের চেহারায় চট জলদি গ্ল্যামার আনতে হলে একটি সানগ্লাস পরে নিন। মাত্র এক মিনিটেই আকর্ষণীয় হয়ে উঠবে।

– নিজের ড্রেসআপে ঝটপট গ্ল্যামার আনতে চাইলে একঘেয়ে ওড়না বা স্কার্ফটি বদলে রংচঙে একটি স্কার্ফ/ওড়না পরে নিন।

Related Posts

Leave a Comment

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page